এবারের পহেলা বৈশাখে বাজেটের ভেতর , ইলিশ
পোলাও চিংড়ি ও বড় বড় রুই কাতলা মাছের
পিস দিয়ে জমিয়ে ভুরিভোজ করার জন্য দারুন
একটা ফাইন লাইন প্লেসের সন্ধান দেব আজ।
খুলনাতে ফুড কোর্টের জনপ্রিয়তার শীর্ষে
আছে লাজিস ডাইন , তার প্রধান কারণ
দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ও শীততপ
নিয়ন্ত্রিত 250 জনের সিটিং ক্যাপাসিটি।
ছুটির দিনে ও ডিনারের সময়ে এই রেস্তোরাতে
বেশ ভিড় থাকে।

এই রেস্টোরাতে রয়েছে হরেক
রকমের প্লেটার। আর বৈশাখ থেকে লাজিস ডাইনে
পাবেন সব রকম বাঙালি খাবার। তো চলেন ঘুরে
আসি পহেলা বৈশাখে উৎসবমুখর আমেজকে ঘিরে
শিল্পনগরী খুলনায় লাজিজ ডাইনে।
এখানে আয়োজন করা হয়েছে বৈশাখী
ভোজের। নগরীর এম এ বারি গল্লামারী সড়কে অবস্থিত, শীততপ
নিয়ন্ত্রিত ও দৃষ্টিনন্দন ইন্টেরিয়রের
ফুডকোট লাজিস ডাইন। লাজিস ডাইনের কর্ণধর
জাহিদা আদর বলেন, আমরা অনেক বড় আয়োজনে
বৈশাখী ভোজের সাথে লাজিজ ডাইনে বাংলা মেনু
চালু করেছি। পহেলা বৈশাখ সকাল থেকে মাত্র
30 টাকায় ভর্তা থেকে শুরু করে অনেক রকমের
বাঙালি খাবার এখানে পেয়ে যাবেন । থাকবে
সাদা ভাত ইলিশ মাছ রুই মাছ ভেটি মাছ এবং
প্রায় 400 গ্রাম ওজনের ডাব চিংড়ি চিংড়ি
মালাইকারি এবং ভর্তাসহ ডাল এবং আরো অনেক
রকমের বাঙালি খাবার।

যা সারা বছরই এখন থেকে
পাবেন। খুলনার সব থেকে বড় এবং শীতাতপ
নিয়ন্ত্রিত ফুডকোট লাজিজ ডাইনে পয়লা
বৈশাখের আয়োজনে কে কে কোন আইটেম খাবা? আমি
তো চিংড়ি মিসই করবো না । আর এই ফুডকোর্ট এ
সুন্দর সুন্দর ফটো তুলে স্টোরিতে শেয়ার
দিতে একদমই ভুলো না । আর পহেলা বৈশাখের পুরো
বাংলা মেনুটা আমি আমার কমেন্ট সেকশনে
দিয়ে রাখতেছি। আর এখন চলি পহেলা বৈশাখের
শুভেচ্ছা। (food studio ) Gopal Karmoker..
Leave a Reply