Food Studio

Most Famous 42 Years Old Cone Ice Cream Shop in Khulna

খুলনা নিউমার্কেট এর ৩ নং গেট থেকে একটু হাঁটলেই এই দোকান। আইসক্রিম প্রেমীরা প্রতিদিন ভিড় জমান এই কোন আইসক্রিম এর দোকানটিতে। ভিন্ন ভিন্ন স্বাদ এর কোন আইসক্রিম পাওয়া যাই। আমি ৬ টাকা দিয়ে প্রথম এই দোকান থেকে আইসক্রিম খাই, এখন ৩০ টাকা সেই হিসাবে দাম বাড়েনি। নিউ মার্কেট আড্ডাতে এখনোও এই ৪২ বছরের কোনই তৃস্না মিটাই সবার। এই পোলার শপ এর দেখা দেখি এখন অনেকে এই কোণ বিক্রি করে নিউ মার্কেটে এবং খুলনার অন্য সব দোকানে । ভেনিলা ফ্লেভার আমার খুব পছেন্দর মজার ব্যাপার এখনো একই স্বাদ। এমন পুরোনো আইসক্রিম এর দোকান এর সন্ধান পেতে আপনাকে আসতে হবে খুলনা নিউ মার্কেটে দাম এখন ৩০ টাকা, মজার ব্যাপার একবার শেষ করে আরো একবার রিফিল করতে পারবেন ফ্রি । কে কে ছোট বেলায় এই দোকানের কোন আইসক্রিম খেয়েছেন? বা আপনার ছোট বেলার কোনো মজার গল্প থাকলে জানাবেন। FOOD STUDIO : GOPAL KARMOKER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *