Food Studio

খুলনায় এবার ওজন দরে বিরিয়ানি বিক্রি,ব্যাপক সাড়া ফেলেছে ৪০০ টাকা কেজির খাসির বিরানি কিনতে উপচে পড়া ভিড়

অভিনব এক উদ্যোগ নিতে দেখা গেল খুলনার জনপ্রিয় রেস্টুরেন্ট সিগনেচার ক্যাফেতে, সাধারণ মানুষ এর কথা চিন্তা করে রমজান এ তারা রেস্টুরেন্ট থেকে রান্না করে খুলনা নিউ মার্কেট এর ফুটপাত এ বিক্রি শুরু করেন ৪০০ টাকা কেজি দরে খাসির বিরানি, সাধারণ মানুষ চাইলে ১০০ টাকার ও কিনে খেতে পারবে এই ধারণা মাথায় রেখে সোনাডাঙ্গা এর সিগনেচার ক্যাফে এর ব্যতিক্রমী এই উদ্যোগ। ইফতারি তে যেন সাধারণ মানুষ তেল ও কম মসলা এর বিরানি কিনতে পারে , আর এই ব্যতিক্রমী উদ্যোগে ভোজনরসিক দের ব্যাপক চাহিদা ও রাতারাতি ভাইরাল এ পরিনিত হয়।বিরানি এর ডেক খুলতেই ভোজনরসিক দের ভিড় লেগে থাকে। সুমন নাম এর এক ক্রেতা জানালো সে চাকরি করে,পুরো রমজান মাস এই বিরানি দিয়ে তাদের দোকান এ ইফতারি করছে। মসলা তেল কম ১০০ টাকায় ৪/৫ পিস্ ছোট মাংস থাকে ।১ কেজি কিনলে ৪ জন খুব তৃপ্তি করে খেতে পারে।আর এই ব্যাপক চাহিদা এর কারণে সিগনেচার ক্যাফে এর সুস্বাদু বিরানি খুলনা নিউ মার্কেট বায়তুন নূর মসজিদ এর সামনে এখন সারা বছর পাওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *