
খুলনা তে চলছে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং প্রযোজনা করছেন অন্তর শোবিজ এর কর্ণধার স্বপন চৌধুরী।খুলনাতে সিনেমার শুটিংয়ে একঝাক তারকা অনন্ত জলিল ,ইমন ,নিরব ,জিয়াউল রোশান ,জয় চৌধুরী ,আমান রেজা ,সাঞ্জু জন , শিপন মিত্র সহ আরো তারকা।এবং তারকাদের খাবার এর তালিকায় থাকছে খুলনার বিখ্যাত চুইঝাল মাংস ,আজ ‘অপারেশন জ্যাকপট ’ সিনেমার শুটিং এর কাজে খুলনায় অবস্থান করছেন রোশান ও জয় চৌধুরী ।রাত বাজে ১২ টা নায়ক রোশান ও জয় এর সাথে স্বপন চৌধুরী এখন খুলনার জিরো পয়েন্ট এ চুই ঝাল এর টানে।

ভোজনরসিক বাঙালি এর কাছে শিল্প নাগরী খুলনা এখন নুতন করে পরিচয় পেয়েছে চুইঝাল এর নাগরী।সোশ্যাল মিডিয়া তে খুলনা মানেই চুইঝাল মাংস এর কোনো না কোনো পোস্ট , আর তাই তো খুলনা তে ঘুরতে আসলে ভ্রমণ পিপাসুদের দুপুরে বা রাতে থাকবে চুইঝাল এর গরম গরম বিফ , মাটন , না হয় বিল এর হাঁস। ঘন মসলা এর ঝোল এর সাথে ফালি ফালি চুইঝাল। তাইতো অপরাশন জ্যাকপট সিনেমা এর নায়কদের খাবার এর তালিকায় থাকছে চুইঝাল এর মাংস। আর শুটিং শেষে গভীর রাতে চুইঝাল এর স্বাদ নিতে আসে এই খুলনার জিরো পয়েন্ট এ আজ ফুড ষ্টুডিও এর সাথে আছে অপারেশন জ্যাকপট সিনেমা এর নায়ক রোশান , জয় চৌধুরী ও অপারেশন জ্যাকপট সিনেমা এর পরিচালক। অন্তর শোবিজ যার হাত ধরে বাংলাদেশ এসেছিলেন ২০১২ সাল এ শাহরুখ খান ,

আজ মাঝরাতে আমরা এখন আছি গোলপাতা রসুই রেস্টুরেন্ট এ এখানে আজ আমার স্বাদ নিয়েছি পাতি হাঁস এর মাংস ভুনা ও চুইঝাল রসুন। চুইঝাল, রসুন ও মসলায় পরিপূর্ণ দেশি খাসি , বিফ ও পাতি হাঁস এর মাংস খেতে সব সময়ই ক্রেতার উপচে পড়া ভিড় থাকে খুলনার জিরো পয়েন্ট এ । মসলাদার চুইঝাল রসুন ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জিব স্পর্শ করবে, চুইয়ের নরম ঝাল তখন আপনাকে আচ্ছন্ন করে রাখবে স্বাদগ্রন্থি।। খুলনার জিরো পয়েন্টে চট্টগ্রাম ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে।

নায়ক রোশান বলেন আমি খুলনা আসলে চুইঝাল খেতে জিরো পয়েন্ট চলে আসি।এবার জয় চৌধুরী ও চুই ঝাল এর স্বাদ এ মুগ্ধ হয়েছেন। অপারেশন জ্যাকপট আমাদের গৌরব গাথা ৭১ এর নৌ-সেক্টর গেরিলা অভিযানের এই বীরত্বের ঘটনা নিয়ে ছবিটি নির্মিত হতে চলেছে। হোটেল গোলপাতার রসুই এ ফুড ষ্টুডিও এর এক প্রশ্নের উত্তর এ প্রযোজক স্বপন চৌধুরী বলেন ,মুক্তির পরিকল্পনা কবে হবে এটা এখনো ঠিক করা হয়নি। আমাদের মুক্তি যুদ্দের এই সিনেমা খুলনার হলে সবাইকে দেখার আমন্ত্রণ করেন সিনেমার নায়ক এরা ও স্বপন চৌধুরী।
Leave a Reply